সরকারের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ পুলিশের, নিহত ৫৪


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-01-2023

সরকারের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ পুলিশের, নিহত ৫৪

পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে জনগণ প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্টের বিরুদ্ধে মোর্চা। আন্দোলনকারীরা যত দ্রুত সম্ভব দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছেন। বৃহস্পতিবার, পুলিশ এখানে শত শত বিক্ষোভকারীকে লাঠিচার্জ করে এবং তাদের সরাতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এখানে সপ্তাহব্যাপী বিক্ষোভে, 54 জন নিহত হয়েছে এবং নিরাপত্তা কর্মী এবং বিক্ষোভকারী সহ 772 জন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা পুরো সরকারের পুনঃস্থাপনের দাবী করছে, যা প্রাক্তন রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর শুরু হয়েছিল। ডিসেম্বরে ইমপিচমেন্টের মাধ্যমে ক্যাস্টিলোকে ক্ষমতা থেকে ছিটকে দেওয়া হয়েছিল এবং পরে বিদ্রোহের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। দেশে বৈষম্য চরমে। বিক্ষোভকারীরা আরেকুইপা বিমানবন্দরে প্রবেশ করে এবং নাশকতার চেষ্টা করে বলে অভিযোগ। এই সময়, নিরাপত্তা কর্মীদের একটি মুক্ত হাত আছে বলে মনে হচ্ছে এবং তারা বিক্ষোভকারীদের উপর ভয়ানক ভাংচুর দেখাচ্ছে।

পেরুর সবচেয়ে জনবহুল শহর লিমাতে, জরুরি অবস্থা নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তারা সাধারণ নির্বাচনের দাবী জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ফটোতে দেখা যায় কীভাবে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে নাশকতার চেষ্টা করছে। এখানে বিক্ষোভকারীদের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। এ সময় নিরাপত্তা কর্মীরাও বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়ে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]