কাঙ্ক্ষিত ভালো জিনিস পাওয়ার কোরআনি আমল


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-01-2023

কাঙ্ক্ষিত ভালো জিনিস পাওয়ার কোরআনি আমল

প্রত্যেক মানুষই উত্তম জিনিস কিনতে চায় বা পেতে চায়। এ জন্য মানুষ জিনিসপত্র কেনার সময় খুব খেয়াল করে সতর্কতার সঙ্গে জিনিসপত্র ক্রয় করে থাকে। জিনিসপত্র ক্রয় করার সময়ের জন্য রয়েছে একটি কুরআনি আমল। যা দুরারুত তানজিম কিতাবে উল্লেখ করা হয়েছে।

যে ব্যক্তি কোনো পোষাক-পরিচ্ছদ, জীব-জন্তু, ফল-ফলাদি অথবা অন্য যে কোনো মালামাল ক্রয় করতে চায়, আর তা উত্তম পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, সে যেন মালামাল বাছাই করার সময় কোরআনে এ আয়াত তিলাওয়াত করতে থাকে। তবে এ আয়াত তিলাওয়াত করার বরকতে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উত্তম বস্তুটিই সে পাবে। কুরআনের আমলটি হচ্ছে-

 قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا هِیَ ؕ قَالَ اِنَّهٗ یَقُوۡلُ اِنَّهَا بَقَرَۃٌ لَّا فَارِضٌ وَّ لَا بِکۡرٌ ؕ عَوَانٌۢ بَیۡنَ ذٰلِکَ ؕ فَافۡعَلُوۡا مَا تُؤۡمَرُوۡنَ  قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا لَوۡنُهَا ؕ قَالَ اِنَّهٗ یَقُوۡلُ اِنَّهَا بَقَرَۃٌ صَفۡرَآءُ ۙ فَاقِعٌ لَّوۡنُهَا تَسُرُّ النّٰظِرِیۡنَ قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا هِیَ ۙ اِنَّ الۡبَقَرَ تَشٰبَهَ عَلَیۡنَا ؕ وَ اِنَّاۤ اِنۡ شَآءَ اللّٰهُ لَمُهۡتَدُوۡنَ

‘তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া কর, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে’। সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা হবে গরু, বুড়ো নয় এবং বাচ্চাও নয়। এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা তা কর যা তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে’। তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া কর, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন, কেমন তার রঙ’? সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা হবে হলুদ রঙের গাভী, তার রঙ উজ্বল, দর্শকদেরকে যা আনন্দ দেবে’। তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া কর, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন, তা কেমন? নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই আমরা আল্লাহ চাহে তো পথপ্রাপ্ত হব’। (সুরা বাকারা : আয়াত ৬৮-৭০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনে এ আমলটি করে জিনিসপত্র কেনার সময় উত্তম জিনিস ক্রয় করার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]