বিদ্যুতের দাম বাড়ানোর চলমান প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নির্বাহী আদেশে দাম বাড়িয়ে দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (১৬ জানুয়ারি) বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার তো নির্বাহী আদেশে একটা দাম ঘোষণা করেছে। এখন যদি আমরা ঘোষণা করি তবে একসাথে দুইটা কী করে হয়। তাই আমরা বসে আপাতত এই কার্যক্রম মুলতবি রেখেছি। পরে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত ৮ জানুয়ারি বিদ্যুতের দাম বৃদ্ধির আইনি প্রক্রিয়া শুনানি গ্রহণ করে। বিইআরসির বিধানে আছে ৯০ দিনের মধ্যে শুনানির ফলাফল ঘোষণা করতে হবে। কিন্তু শুনানির ঠিক চার দিনের মাথায় (১২ জানুয়ারি) নির্বাহী আদেশে ৫ শতাংশ দাম বাড়ানো হয়।
বিইআরসি প্রতিষ্ঠার পর নির্বাহী আদেশে এভাবে বিদ্যুতের দাম বাড়ানোর নজির এটাই প্রথম। বিইআরসির প্রক্রিয়া অব্যাহত থাকাকালীন নির্বাহী আদেশ দেয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।