চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২০


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 16-01-2023

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২০

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামসহ সারা দেশে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি। তবে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয় বিএনপির ২০জন নেতাকর্মীকে।

সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে কা‌জীর দেউড়ি মোড় থেকে বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় ট্রাফিক পুলিশের একটি মোটরবাইকে আগুন দেয়ার পাশাপাশি ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটেছে।

জানা যায়, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে যাচ্ছিলেন। এসময় তাদের মিছিলটি কাজীর দেউড়ি মোড়ে আসতেই সেখানে থাকা পুলিশের ওপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ফুটপাতে থাকা ট্রাফিক পুলিশের একটি মোটরবাইকে আগুন দেয়া হয়।

এ হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। পরবর্তীতে ব্যাপক সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর বিনা কারণে হামলা করেছে। তারা গাড়ি ভাঙচুর চালায় এবং আগুন দিয়েছে। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। এখন পর্যন্ত ২০জনকে আটক করা হয়েছে।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]