রামেক হাসপাতালে করোনায় এক বৃদ্ধের মৃত্যু


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 13-02-2022

রামেক হাসপাতালে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৃত্যু হয় তার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। 

 এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে একজন রোগীর মৃত্যু হয়েছে। 

রামেক করোনা ইউনিটে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৭ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। 

বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৬ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যার সংখ্যা ১৪৬টি।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৮টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ৮৯টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ১৮৫টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৮টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। 

একই ল্যাবে জয়পুরহাটের ৩০টি নমুনা পরীক্ষায় ২০টিতে, চাঁপাইনবাবগঞ্জের ৮৭টি নমুনা পরীক্ষায় ২০টিতে এবং নাটোরের ৭১টি নমুনা পরীক্ষায় ২১টিতে করোনা ধরা পড়েছে। এর মধ্যে জয়পুরহাটে করোনা শনাক্তের হার ৬৬ দশমিক ৬৭, চাঁপাইনবাবগঞ্জে ২২ দশমিক ৯৯ এবং নাটোরে ২৯ দশমিক ৫৮ শতাংশ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]