ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 12-01-2023

ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন রাশিয়া

ইউক্রেন যুদ্ধের কমান্ডার পদে ফের রদবদল করলো রাশিয়া। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। বুধবার এক বিবৃতিতে ইউক্রেন যুদ্ধ পরিচালনায় নতুন কমান্ডার নিয়োগের কথা জানান, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

এদিকে, নিয়োগের তিন মাসের মাথায় শীর্ষ কমান্ডারের পদ থেকে সের্গেই সুরোভিকিনকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত কয়েক মাস ধরে ইউক্রেনে রুশ যোদ্ধাদের একের পর এক পিছু হটা এবং ইউক্রেনের অগ্রগতির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন এই রদবদল ঘটালেন। গত বছরের ফেব্রুয়ারি থেকে ‘বিশেষ অভিযান’ নাম দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি।

ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে আছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি অর্জন করা সের্গেই সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কমান্ডারের দায়িত্ব থেকে সদ্য অপসারিত জেনারেল সুরোভিকিন সিরিয়ায় রাশিয়ার অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ পূর্ববর্তী যুদ্ধগুলোতে নৃশংস কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে পরিচিত ছিলেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণখনি সমৃদ্ধ শহর সোলেদারের দখল নিয়ে ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এ লড়াইয়ের মধ্যেই কমান্ডার পরিবর্তন করে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন। সামরিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এই রদবদলের ফলে জেনারেল সুরোভিকিন আরও শক্তিশালী হয়ে উঠবেন।

সামরিক বিশ্লেষক রব লি টুইটারে লিখেছেন, ইউক্রেনের সমন্বিত কমান্ডার হিসাবে সুরোভিকিন খুব শক্তিশালী হয়ে উঠছিলেন। তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সোইগু ও জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে বাদ দিয়েই সরাসরি পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলাপ করতেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]