আমেরিকায় হঠাৎই স্তব্ধ হয়ে গেল বিমান পরিষেবা। জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা গেছে যে, আমেরিকায় বিমান পরিষেবা বড়সড় বিভ্রাটের সম্মুখীন হয়েছে। সূত্রের খবর, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে ৭০০টি বিমান পরিষেবা স্থগিত হয়ে গিয়েছে। তবে কী কারণে এই ত্রুটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি এফএএ।
সোশ্যাল মিডিয়ায় যাত্রীরা জানান, হাওয়াই থেকে ওয়াশিংটন- গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিমান বিভ্রাট চলছে। আমেরিকান এয়ারলাইন্সের এক যাত্রীর মতে, তিনি বিমানের ভিতরে প্রায় এক ঘণ্টা ধরে রানওয়েতে অপেক্ষা করছিলেন। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমনকী লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভও শুরু হয়েছিল।