অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে সুয়াপুর স্কুল এন্ড কলেজের একটি ক্লাসরুম। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সুয়াপুর স্কুল এন্ড কলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্কুলের কিছু শিক্ষার্থী ভেতরে পিকনিক করছিলো।
ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার বেলায়েত হোসেন বলেন, স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে ততক্ষণে এক তলা আধাপাকা টিনশেড স্কুলের ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কক্ষের কিছু অংশ পুড়ে যায়।
তিনি বলেন, আশপাশে ইটের দেয়াল থাকায় আগুন ছড়াতে পারেনি। এ সময় স্কুলের কিছু শিক্ষার্থী ভেতরে পিকনিক করছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি তেমনটা হয়নি।
রাজশাহীর সময় / এফ কে