মোহনপুরে ব্র্যাকের আইন সহায়তায় ফের ঘর বাধলো দম্পতি


মোহনপুর প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 09-01-2023

মোহনপুরে ব্র্যাকের আইন সহায়তায় ফের ঘর বাধলো দম্পতি

রাজশাহী মোহনপুর উপজেলায় ৮ই জানুয়ারী ০২ টি অসহায় পরিবার ব্র্যাকের আইন সহায়তায় ফিরে পেল তাদের ভবিষ্যৎ।

মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের ইলামত পুর গ্রামের সেকেন্দারের মেয়ে লাবনি খাতুন ও পবা উপজেলার চন্দ্রপুকুর গ্রামের মহসিনের পুত্র ইসমাইলের প্রায় এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের বিবাহ বিচ্ছেদের সময় দম্পত্তিদের একটি পুত্র সন্তান ছিলো, বিচ্ছেদের সময় সন্তানের ভরনপোষণ বাবদ প্রতি মাসে ১২০০ টাকা দেওয়ারর সিদ্ধান্ত হয়েছিল।

পরে সন্তানের পিতা ইসমাইল টাকা না দেওয়ায় লাবনি খাতুন গত ১১ই ডিসেম্বর ২০২২ ইং তারিখে ব্র্যাক মোহনপুর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির নিকট সন্তানের ভরনপোষণ আদায়ের লক্ষে অভিযোগ দায়ের করেন।ডাকযোগে ইসমাইল কে আহব্বান পত্র প্রেরণের মাধ্যমে  অবগত করা হয়।পরে ০৮ই জানুয়ারী/২৩ ইং বুধবার উভয়ে ব্র্যাক মোহনপুর আইন সহায়তা কেন্দ্রে উপস্হিত হয়ে এডিআর এ বসে নতুন করে সংসার করার সিদ্ধান্ত গ্রহন করে।এই সময় উপস্হিত ছিলেন অ্যাসোসিয়েট অফিসার (সেলপ) রোজিনা আক্তার,কাজী সাইফুল ইসলাম, উভয় পক্ষের পিতা মাতা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তাদের উপস্হিতিতে সেলপ কর্মসূচির সহযোগীতায় নতুন করে তাদেরকে ৫০,০০০ টাকা দেনমোহর ধার্য্য করে বিবাহ রেজিষ্ট্রেশন করে সংসারে পাঠানো হয়। পক্ষান্তরে অসহায় ও দরিদ্র এক নারীকে এডিআর এর মাধ্যমে তার দেনমোহর ও ভরনপোষন বাবদ নগদ দুই লক্ষ দশ হাজার টাকা আদায় করে দেওয়ায় এতে তারা ব্র্যাকের আইনি সহায়তাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]