বিমানবন্দরে চেকিংয়ের নামে জামা খুলতে বাধ্য করা হল তরুণীকে!


শেখ রুমেল: , আপডেট করা হয়েছে : 04-01-2023

বিমানবন্দরে চেকিংয়ের নামে জামা খুলতে বাধ্য করা হল তরুণীকে!

বেঙ্গালুরু বিমানবন্দরের সিকিউরিটি চেকিং চলাকালীন জামা খুলতে বাধ্য করেন এক গায়িকা এক তরুণীকে। এই অভিজ্ঞতা তাঁর কাছে ‘অত্যন্ত অসম্মানজনক’ বলে দাবি করেছেন তরুণী।

টুইটারে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই গায়িকা। বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষকে ট্যাগ করে তিনি লেখেন, ‘নিরাপত্তা সংক্রান্ত চেকিংয়ের সময় আমাকে বেঙ্গালুরু বিমানবন্দরে শার্ট খুলতে বাধ্য করা হয়। সিকিউরিটি চেকপয়েন্টে শুধুমাত্র একটি ক্যামিসোল পরে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা অত্যন্ত অসম্মানজনক। এই সময়ে একজন মহিলা হিসেবে লোকজনের সামনে এই ধরনের কর্মকান্ড একেবারেই ভাল লাগে না।’ বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি তাঁর প্রশ্ন, ‘একজন মহিলাকে পোশাক খুলতে বাধ্য করার প্রয়োজন কী?’

উত্তরে টুইট করে ওই গায়িকার কাছে দুঃখ প্রকাশ করে বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ। মহিলার কাছে ক্ষমা চেয়ে তারা জানিয়েছে, এই বিষয়টি তাদের হাতে নেই। বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ। 

যদিও টুইট করার কিছুক্ষণ পরই তা ডিলিট করে দেন তরুণী। শুধু তাই নয়, টুইটার হ্যান্ডলটিও ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি। ফলে বিমানবন্দর কর্তৃপক্ষের উত্তরটিও আর দেখা যাচ্ছে না। 

যদিও বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, নিরাপত্তার দায়িত্ব যেহেতু সিআইএসএফের হাতে, তাই তাদেরই বিষয়টি খতিয়ে দেখা উচিত। এই মুর্হুতে সিআইএসএফের কর্মীসংখ্যাও কম বলে জানানো হয়েছে। সেই কারণেই এই জাতীয় দুঃখজনক ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]