কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে দিল্লির দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।
কংগ্রেস সূত্রে খবর, দলের প্রাক্তন সভাপতি সনিয়া গতকাল মঙ্গলবার বিকাল থেকে অসুস্থ বোধ করছেন। খবর যায় রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর কাছে। তাঁরা তখন দিল্লির অদূরে উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন। খবর পেয়ে ভাই-বোন দিল্লিতে মায়ের কাছে চলে আসেন। গতকাল মঙ্গলবার দিল্লি থেকে ভারত জোড়ো যাত্রার শেষ পর্ব শুরু করেন রাহুল, প্রিয়ঙ্কারা।
মায়ের চিকিৎসার বিষয়ে খোঁজখবর এবং প্রয়োজনীয় ব্যবস্থা করে রাহুল রাতেই ফিরে যান ভারত জোড়ো যাত্রার তাবুতে। মায়ের সঙ্গে থেকে যান প্রিয়ঙ্কা।
বুধবার সোনিয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে কংগ্রেস সূত্রের খবর। প্রিয়ঙ্কা মায়ের সঙ্গে হাসপাতালেই থাকছেন।
সনিয়া দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। স্বভাবতই তাঁর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিন্তা আছে সব মহলেই। তবে কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁকে কয়েকদিন ভর্তি রেখে শ্বাসকষ্টের সমস্যার চিকিৎসার পাশাপাশি কিছু রুটিন চেকআপ করা হবে।