বাড়িতে ঢুকে ১১ বছরের নাবালিকারকে ধর্ষণ করেছিল নৌফল নামের এক ধর্ষক। দীর্ঘ ৩মাস নির্যাতনের শিকার হয়েছিল নাবালিকা। সেই ঘটনায় এবার ধর্ষককে ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
কেরলের মাল্লাপুরম জেলার মঞ্জেরী পকসো স্পেশ্যাল আদালত এ রায় ঘোষনা করেন। সূত্রের খবর, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে। সেই বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১১ বছর বয়সি এক নাবালিকাকে লাগাতার ধর্ষণ করেছিলো থানিপ্পাড়ার বাসিন্দা নৌফল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল অভিযুক্ত নৌফল।
এরপরেই বিশেষ পকসো আদালতের বিচারপতি কে রাজেশ ধর্ষককে ৮০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর পাশাপাশি তাকে ৩ লক্ষ টাকা জরিমানাও করেছেন বিচারপতি।