স্ত্রীর পরকীয়া প্রেমিক আছে জেনে স্বামীর শান্তি!


আরমান নাহাির পাপড়ি , আপডেট করা হয়েছে : 31-12-2022

স্ত্রীর পরকীয়া প্রেমিক আছে  জেনে স্বামীর শান্তি!

বিবাহিত সম্পর্কের অন্যতম ভিত হল বিশ্বাস। পরস্পরের প্রতি ভরসা অক্ষুন্ন থাকলে তবেই মজবুত থাকে সংসার। কিন্তু ধরুন যদি জানতে পারেন, সঙ্গী বা সঙ্গিনী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে আপনাকে ঠকাচ্ছেন! এমন সত্যের মুখোমুখি হলে বেশিরভাগ মানুষের মাথাতেই আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়। এমনকি, বিয়েও ভেঙে দেন অনেকেই। কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। সম্প্রতি এক যুবক নেটমাধ্যমে এমনই এক ঘটনার কথা শেয়ার করেছেন। যেখানে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী। সব জেনেও দিব্যি শান্ত রয়েছেন তিনি। শুধু তাই নয়, স্ত্রীর প্রেমিকের সঙ্গে বন্ধুত্বও পাতাতে চেয়েছেন তিনি।

টুইটারের কনফেশন পেজ ফেশোলে পুরো ঘটনাটি শেয়ার করেছেন ওই যুবক। তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী একজন বিত্তবান পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং ও ভাবে আমি কিছু জানি না। আমি এই লোকটির সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমি জানি ওই লোকটির স্ক্যালেক্সট্রিকের (এক ধরনের স্লট গাড়ি রেসিং সেট) দুর্দান্ত সংগ্রহ রয়েছে, এবং আমার স্ত্রী যখন ওর সঙ্গে সময় কাটানোর জন্য বাইরে থাকে, আমি ততক্ষণ নিশ্চিন্তে বাড়িতে নিজের মতো করে শান্তিতে থাকতে পারি।’

যুবকের এমন আশ্চর্য স্বীকারোক্তিতে হতবাক নেটদুনিয়া। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে তাঁর ওই পোস্ট। অনেকেই ওই পোস্টে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আপনি যদি পুরো ব্যাপারটা নিয়ে খুশি থাকেন তাহলে তো কোনও সমস্যাই নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীকে বলে দিতে পারেন যে আপনি সবটা জানেন। এতে ওঁর মাথা থেকে চিন্তা কমবে। তাছাড়া আপনি নিজেও স্ক্যালেক্সট্রিক সংগ্রহ করা শুরু করতে পারেন। এতে হয়তো ওঁর সঙ্গে আপনার বন্ধুত্ব করতে সুবিধা হবে।’ 

অন্য একজন লিখেছেন, ‘আপনার স্ত্রীর সঙ্গে পরিষ্কার করে কথা বলুন। যদি আপনি চান, তাহলে একগামী না থাকার অন্য উপায় বের করুন। তাতে দুজনেরই সুবিধা হবে।’

‘যদি আপনি ওঁকে ডিভোর্স দিয়ে দেন, তাহলেও আপনি শান্তিতে নিজের মনের মত সময় কাটাতে পারবেন,’ দাবি অন্য এক নেটিজেনের।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]