পত্নীতলায় ১২তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত


শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-12-2022

পত্নীতলায় ১২তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় জাগকে উঠক মুন্ডার আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার পত্নীতলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্নভাবে বসবাসরত বঞ্চিত মুন্ডা আদিবাসীদের অস্তিত্ব অধিকার সচেতনতার লক্ষে দুই দিনব্যাপী ১২তম জাতীয় মুন্ডা সম্মেলনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“উলগুলানের মহনায়ক বিরসা মুন্ডা- বিরসার আহ্বান, গাও অধিকারের গান, স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্ম পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সমাপনি দিনে দুই ভাগে ভাগ করা অধিবেশনের প্রথম ভাগে অবঃশিক্ষক যোগেন্দ্রনাথ পাহানের এর সভাপতিত্বে জাগকে উঠক মুন্ডা সাঃসম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেণ চন্দ্র পাহান এর সঞ্চালসায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, জেলা আদিবাসি যুব পরিষদ উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়ার সাঃসম্পদক স্বপন কর্নি দাস, জাতীয় আদিবাসী পরিষদ মৌলভবাজার আহ্বায়ক লক্ষণ মুন্ডা, দিলিপ পাহন, মার্টিন মুর্মু, দেবেন পাহান, মহেন্দ্র পাহান, অনিতা তির্কী, ভারতী পাহান।

দ্বিতীয় অধিবেশনে আদিবাসি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহানের সঞ্চালনায় জাগকে উঠক মুন্ডা সভাপতি দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইনিশিয়েটিভ ফর সোস্যাল চেইনজ্ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অনিক আসাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধির তির্কী, সদস্য বিভূতি ভূষণ মাহাতো, জাতীয় আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাঃসম্পাদক তরুন মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর এর উপদেষ্টা আজাদুল ইসলাম, খ্রিস্টিয়ান উপসনালয় পত্নীতলার সভাপতি জতিন টপ্য। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মাসুদুল হক, এসেড নওগাঁর চেয়ারম্যান সজল কুমার চৌধুরী, নির্বাহী পরিচালক মুরাদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মৃন্ডা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাগকে উঠক মুন্ডা সাঃসম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেণ চন্দ্র পাহান এর সঞ্চালসায় জাগকে উঠক মুন্ডা সভাপতি দেবেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]