দক্ষিণ সুদানে ৪ দিনের জাতিগত সংঘাত, নিহত অন্তত ৫৬


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 28-12-2022

দক্ষিণ সুদানে ৪ দিনের জাতিগত সংঘাত, নিহত অন্তত ৫৬

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে ৪ দিনের জাতিগত সংঘাতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাত বাধে। সংঘর্ষে নুয়েরদের লোকজনই বেশি হতাহত হয়েছে।

গ্রেটার পিবোর প্রশাসনিক এলাকার সরকারি কর্মকর্তা আব্রাহাম কেলাং এ তথ্য দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানে দশকের পর দশক ধরে জমি ও গবাদিপশু নিয়ে সম্প্রদায়গুলোর মধ্যে প্রাণঘাতী বিবাদ ও সংঘর্ষ চলে আসছে।

কেলায় জানান, নুয়ের সম্প্রদায়ের সশস্ত্র তরুণরা শনিবার গুমুরুক ও লিকুয়াংগোলে এলাকায় মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে সংঘাতের সূচনা হয়। মঙ্গলবার তিনি জানান, সংঘর্ষ এখনো চলছে।

নিহত ৫৬ জনের মধ্যে ৫১ জনই নুয়ের সম্প্রদায়ের, মুরলে সম্প্রদায়ের মাত্র ৫ জন। মুরলে সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতিতে নুয়ের সম্প্রদায়ের যুবকরা সংগঠিত হচ্ছে বলে কয়েকদিন আগেই সতর্ক করেছিল দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন (ইউএনএমআইএসএস)।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]