সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর রাত পোনে ৪টার দিকে সলঙ্গা থানাধীন রামার চর বাজারস্থ নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাহাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং ২টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন বলাখাল, বকলবাড়ী গ্রামের মৃত আবু কালামের ছেলে শুকুর(৩৫) ও একই থানাধীন দিকচাল গ্রামের আবু তাহেরের ছেলে রাব্বী হোসেন(২৬)।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২'র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
র্যাব জানায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।