বিজলি নামের সেই মিউজিক ভিডিও ব্যাপক সাডা় পেয়েছে। এবার ফোটোশ্যুটে অনুরাগীদের মুগ্ধ করলেন শ্বেতা তিওয়ারির মেয়ে।
কিছুদিন আগেই পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিওয় কাজ করেছেন পলক তিওয়ারি। বিজলি নামের সেই মিউজিক ভিডিও ব্যাপক সাডা় পেয়েছে। এবার ফোটোশ্যুটে অনুরাগীদের মুগ্ধ করলেন শ্বেতা তিওয়ারির মেয়ে।
হার্ডি সান্ধুর গান বিজলি বিজলি সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিং। এই গানে অনেকেই নেচে রিল ভিডিও বানিয়েছেন। গানে সকলের নজর কেড়ছেন পলক।
আর তার পর থেকেই স্পটলাইটে শ্বেতা তিওয়ারির মেয়ে। মায়ের মতোই মেয়ের সৌন্দর্যেও কাবু নেটিজেন। পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ার মতো। গোলাপি বডিকন ড্রেসের উপর সাদা কোট। পারদ চড়িয়েছেন পলক।
সাজের সঙ্গে মানানসই মেক আপ নজর কেড়েছে। ছবির ক্যাপশনে পলক লিখেছেন, "শীতের গোলাপ"।
কাজের দিক থেকে বিজলি বিজলি গানটি ব্যাপক সাড়া ফেলেছে। আর তার পর থেকেই বহু অফার পেয়েছেন অভিনেত্রী। খুব শীঘ্রই বরুণ ধাওয়ানের বিপরীতে বলিউডে পা রাখতে চলেছেন পলক।
রাজশাহীর সময় / এম জি