আইপিএল নিলাম কোন দল পাচ্ছেন বাংলাদেশের চার ক্রিকেটার


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 24-12-2022

আইপিএল নিলাম কোন দল পাচ্ছেন বাংলাদেশের চার ক্রিকেটার

আইপিএল ২০২৩ সালের নিলাম শুরু হচ্ছে শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে নিলাম। এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার।

বিশ্ব ক্রিকেটের নজর আইপিএল নিলামের দিকে। যদিও এবারের নিলাম গতবারের মতো এত বড় আকারে হচ্ছে না। তবুও কে কোন দলে যাবেন, কে হবেন এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড়–এসব বিষয় নিয়ে সবার আগ্রহ থাকে।

এবারের আইপিএল নিলামে ৪০৫ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত হয়েছে; যাদের নাম ডাকা হবে শুক্রবার। এদিকে নিলাম ডাকে রয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন: সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন।

এদিকে, ৪০৫ প্লেয়ারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি খেলোয়াড়। চারজন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ১১৯ জন ক্যাপড্ ক্রিকেটার এবং বাকি ২৯৬ জন আনক্যাপ্ড্। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ৩০টি বিদেশি খেলোয়াড় হবে।

বাংলাদেশের মধ্যে যে চারজনকে এবারের আইপিএল নিলামে রাখা হয়েছে, তাদের মধ্যে সাকিব ছাড়া অন্যদের আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি ইন্ডিয়ান রুপি আর বাকি তিনজনের ৫০ লাখ রুপি করে ধরা হয়েছে। প্রাথমিক তালিকায় ছয়জন বাংলাদেশির নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন: নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি একত্রিতভাবে ১৭৪.৩ কোটি রুপি ব্যয় করতে পারবে। এর মধ্যে সবচেয়ে বেশি রুপি অবশিষ্ট রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। ফ্র্যাঞ্চাইজিটি নিলামে নামবে ৪২.২৫ কোটি রুপি নিয়ে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]