পর্তুগালে দশ বছরে বাংলাদেশি বেড়েছে ১০ গুণ


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 24-12-2022

পর্তুগালে দশ বছরে বাংলাদেশি বেড়েছে ১০ গুণ

পর্তুগালে গত দশ বছরে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ। দেশটির সর্বশেষ আদমশুমারি অনুসারে এ তথ্য জানা গেছে। দেশটিতে ২০১১ সালে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ছিল ৮৫৩ জন যা দশ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫০ জন।

দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) প্রকাশিত ২০২১ সালের আদমশুমারির তথ্য অনুসারে, পর্তুগালে গত ১০ বছরে বিদেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে দেশটিতে বিদেশি নাগরিকের পরিমাণ ৫ লাখ ৪২ হাজার ৩১৪ জন। যা মোট জনসংখ্যার ৫.২ শতাংশ। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৩.৭ শতাংশ।

পর্তুগালের আদমশুমারি অনুযায়ী দেশটির ব্রাজিলিয়ান নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে দেশটিতে ১ লাখ ৯৯ হাজার ৮১০ জন ব্রাজিলিয়ান বসবাস করেন।বাংলাদেশ নিউজ, যা মোট বিদেশি নাগরিদের ৩৬. ৮ শতাংশ। এর পরেই রয়েছেন অ্যাঙ্গোলান। তাদের সংখ্যা ৩১ হাজার ৫৫৬ জন (৫.৮%) এবং কেপ ভার্ডিয়ান রয়েছেন ২৭ হাজার ১৪৪ জন (৫%) ।

দেশটির আদমশুমারি অনুযায়ী এশিয়ার দেশগুলোর নেপালের নাগরিক সর্বোচ্চ। ২০১১ সালে দেশটিতে নেপালি নাগরিক ছিলেন ৯৫৯ জন যা বেড়ে ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৪ জন।

২০২১ সালের আদমশুমারিতে আরও দেখা গেছে, গত ১০ বছরে ১ কোটি ৬ লাখ ৮ হাজার ৯৪ জন পর্তুগিজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে ফিরে এসেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]