নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা নিহতদের শিশু মেয়ে ও ভাতিজা আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বদ্দিপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মিলন হোসেন (৩০) ও তার স্ত্রী নিথী আক্তার (২৫)।
স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে মিলন হোসেন তার নিজ গ্রামের বাড়ি থেকে স্ত্রী নিথী আক্তার, তাদের একমাত্র মেয়ে ফারহানা (৫) ও ভাতিজা রিয়াদ হোসেনকে (৩) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শ্বশুর বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাপানিয়া বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। তবে মেয়ে ও ভাতিজা বেঁচে গেলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’