নরসিংদীতে পাগলা কুকুরের কামড়ে ২০ জন জখম


রাজশাহীর সময় ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-01-2022

নরসিংদীতে পাগলা কুকুরের কামড়ে ২০ জন জখম

অনলাইন ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে পাগলা কুকুরের কামড়ে ২০ জন জখম হয়েছে বলে জানা গেছে। আহত ১৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশই মনোহরদী পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মনোহরদী পৌর শহরের কয়েকটি এলাকায় পাগলা কুকুর কমপক্ষে ৯ জনকে কামড়ে আহত করে। রাত ১১টার দিকে মনোহরদী বাজারের ব্যবসায়ী শামসুজ্জামানকে নিজ দোকানে গিয়ে কামড় দেয় পাগলা কুকুর।

এর সামান্য আগে বাজার-বাইপাস রোডে আওয়ামী লীগ নেতা আপেলকে (৪৫) কুকুর কামড়ে আহত করে।

একই দিনের বিভিন্ন সময় পৌর শহরের শাহজাহানের ছেলে ইমরান (১৭), নুরুল ইসলামের ছেলে ফারহান (৩) ও শরীফ হোসেন (৫০) নামের একজন কুকুরের কামড়ে আহত হন।

এছাড়া বাসস্ট্যান্ড এলাকার ভাড়াটে মাঈনুদ্দীনের ছেলে জুনায়েদ (৭), চকমাধবদী গ্রামের সিদ্দীকুর রহমানের ছেলে রনিকে (১১) একই দিন কুকুর কামড়ায়। এছাড়া শরীফ, দোলন, জজমিয়া, ফারহানসহ আরও ৮ জনকে পাগলা কুকুর কামড়ে জখম করে।

এদিকে পঞ্চাশকুড় গ্রামের খোরশেদের ছেলে ইয়াসিন (৩) ও বাঘবের চুঙ্গি বিল এলাকার এক গৃহবধূও কুকুরের কামড়ে আহত হন।

গত সোমবার উপজেলার পৌর শহরসহ বিভিন্ন গ্রামের কমপক্ষে আরও ১২ থেকে ১৪ জন পাগলা কুকুরের কামড়ে আহত হন। তাদের মধ্যে পৌর এলাকার হামিদা (৭৫) ও আছমা (৪৫), হাবিজপুর গ্রামের কাউসার (৩৮), শাহজাহান (৫০), রমিজউদ্দী (৬৫), আমেনা (৪৫), গোতাশিয়া গ্রামের রিপা (১৯) ও বাঘিবাড়ী গ্রামের সিয়াম (১৭) অন্যতম।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গত ৪ দিনে বিভিন্ন এলাকার কমপক্ষে ১৭ জন পাগলা কুকুরের কামড়ে আহতা হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। এর বাইরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন কয়েকজন।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]