টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 23-12-2022

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

টঙ্গীর নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রামদা-চাপাতি-ছোরাসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গী রেল স্টেশনের রেল কোয়াটার সংলগ্ন মুনসুর আলীর ভাঙ্গাড়ীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের মোহাম্মদ জসিম (৩০), জামালপুরের মোহাম্মদ নয়ন (২১) ও মো. আহম্মেদ শরীফ (২২), গাজীপুরের মো. সোহরাব ওরফে ইমরান (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. মারুফ (২৩)।

টঙ্গি পূর্বা থানার ওসি মো. আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে টঙ্গী পূর্ব থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান পরিচালনা করে। পরে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, দুটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে টঙ্গী স্টেশন রোড থেকে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]