নিউ ইয়র্কে আইএস'র সাথে জড়িত বাংলাদেশি যুবকের ১৩ বছর জেল


ইমা এলিস, নিউ ইয়র্ক: , আপডেট করা হয়েছে : 22-12-2022

নিউ ইয়র্কে আইএস'র সাথে জড়িত বাংলাদেশি যুবকের ১৩ বছর জেল

ইসলামী সন্ত্রাসী সংগঠন আইএসআইএস'র কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাংলাদেশি যুবককে কারাদন্ড প্রদান করেছে কেন্দ্রীয় আদালত। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিউ ইয়র্কে একটি ফেডারেল আদালত এই রায় দেন। এতে অভিযুক্ত আহমেদ পারভেজকে ১৩ বছরের কারাদন্ড প্রদান করা করা হয়। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

জানা যায় ইসলামী সন্ত্রাসী সংগঠন আইএসআইএস'র সাথে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত আহমেদ পারভেজকে এফবিআই দীর্ঘদিন ধরে নজরে রাখছিলো। ২০১৭ সালে সৌদী আরব সফরকালে এফবিআই তাকে সেখানেও নজরদারীতে রাখে এবং আহমেদ পারভেজ সড়ক পড়ে মদিনা থেকে সিরিয়া যাওয়ার পথে এফবিআই’র সদস্যরা তাকে আটক করে। আটকের পর আহমেদ পারভেজকে এক সপ্তাহ পর সৌদী আরব থেকে যুক্তরাষ্ট্র ফেরৎ নিয়ে আসে। এতোদিন সে আটক ছিলো এবং মঙ্গলবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে ফেডারেল আদালত।

আহমেদ পারভেজের পিতার নাম আব্দুল হাননান। সে পরিবারের সাথে নিউ ইয়র্ক সিটির ওজনপার্কের ৯৭ স্ট্রীট ১০১ এভিনিউ এলাকায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বলে জানা গেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]