বাগাতিপাড়ায় খামারিরা পাচ্ছে প্রশিক্ষণ


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 21-12-2022

বাগাতিপাড়ায় খামারিরা পাচ্ছে প্রশিক্ষণ

নাটোরের বাগাতিপাড়ায় অধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ  প্রকল্পের মাধ্যমে  খামারিদের ৩ দিন ব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতালের প্রশিক্ষন কক্ষে ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী, উপ-সহকারী প্রাণি সম্প্রসারণ  কর্মকর্তা  হাবিবুর রহমান প্রমুখ। তিন দিন ব্যপি এই প্রশিক্ষণ কর্মশালায়  উপজেলার বিভিন্ন খামারিদের মধ্যে থেকে ৭৫ জন খামারীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]