‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ নেট দুনিয়ায় প্রকাশিত হয় সোমবার (১২ ডিসেম্বর)। গানটি মুক্তির পরই ‘পাঠান’ বয়কটের ডাক দেন নেটিজেনরা। এবার তারই কড়া জবাব দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানেই ‘পাঠান’ সিনেমার গানের সমালোচনার জবাব দেন তিনি। বক্তৃতায় তিনি সিনেমার ওপর সামাজিক মাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তোলেন।
শাহরুখ মনে করেন, বলিউডে এমনিই এখন মন্দা চলছে। তার ওপর প্রতিটি ছবির ট্রেলার বা টিজার মুক্তি পেলেই এখন সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঢল নামে। এরপরই তিলকে তাল করে ছবি বয়কটের ডাক আসে মুহূর্তেই। এতে সিনেমারই ক্ষতি হয়, সেই সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিরও।
শাহরুখ বলেন, সামাজিক মাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে সিনেমা এর চেয়ে অনেক বড়। সবকিছুর ঊর্ধ্বে উঠে নিজের মতো টিকে থাকবে।
কারো নাম না নিয়েও যে নিন্দুকদের জবাব দেয়া যায় তারই জানান দেন শাহরুখ। এরপরই ‘পাঠান’ ছবির সংলাপ ধার করে তিনি বলেন, ‘ম্যাঁয়, আপ অওর সব পজিটিভ লোক আভি জিন্দা হ্যায়।’ শাহরুখের এ উক্তিই স্পষ্ট করে দেয়, নেতিবাচক চিন্তাভাবনাকে তিনি মোটেও পাত্তা দেন না।