ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের এক নম্বর ধনী এখন বার্নার্ড


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 14-12-2022

ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের এক নম্বর ধনী এখন বার্নার্ড

টুইটার কেনার পরে লোকসানের পর লোকসানই হয়েছে স্পেস-এক্স প্রতিষ্ঠাতার। বিশ্বের অন্যতম ধনকুবেরকেও টেক্কা দিয়ে দিয়েছেন আরও একজন। টুইটার কর্তা ইলন মাস্ক এখন আর বিশ্বের এক নম্বর ধনী নেই, সেই জায়গা দখল করে ফেলেছেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড অর্নোল্ট। মাস্ক এখন ওই তালিকায় দু’নম্বরে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৬৮কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি)। সেখানে ৭২ বছর বয়সি বার্নার্ড অর্নোল্টের সম্পদের পরিমাণ প্রায় ১৭২ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার কোটির কাছাকাছি)।

টুইটার কেনার পর থেকেই লোকসান হচ্ছে ইলন মাস্কের।  বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাকি চলতি বছরে প্রতি দিন ২,৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে। এমনই দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্বের ধনকুবেরদের সম্পত্তির খতিয়ান দিয়ে একটি তালিকা তৈরি করেছিল ব্লুমবার্গ। তাতেই দেখা গেছে, ধনকুবেরদের তালিকায় সবচেয়ে বেশি সম্পত্তি হারিয়েছেন টেসলা-কর্তা মাস্ক। বস্তুত, সাম্প্রতিককালে টেসলার শেয়ারের দরও নামতে শুরু করেছে। গত দু’বছরে নাকি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বছরখানেক আগেও মাস্কের সম্পতির পরিমাণ ছিল ৩৪ হাজার কোটি ডলার। এখন তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি ডলারে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]