পোশাক খাতের উন্নয়নে ১১ মিলিয়ন ডলার দেবে এডিবি


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 13-12-2022

পোশাক খাতের উন্নয়নে ১১ মিলিয়ন ডলার দেবে এডিবি

দেশের পোশাক শিল্প খাত ঢেলে সাজাতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ কাজে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার দেবে এডিবি। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫৩ কোটি টাকা।

সোমবার (১২ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে এডিবি। কারণ, সামগ্রিক রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশের যোগানদাতা হচ্ছে  তৈরি পোশাকশিল্প।

এ বিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট (প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) অশোক লাভাসা বলেন, ‘তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি। যা দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এডিবির ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম ব্যবহারে সুতা উৎপাদনের ক্ষমতা বাড়বে। আমদানিকৃত সুতার ওপর নির্ভরতা কমাবে। শিল্পের দক্ষতা, স্থায়িত্ব এবং শক্তির দক্ষতা বৃদ্ধি করবে। পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পরে অর্থায়ন করছে এডিবি।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]