বাংলাদেশে ফের দূতাবাস খুলবে আর্জেন্টিনা


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 13-12-2022

বাংলাদেশে ফের দূতাবাস খুলবে আর্জেন্টিনা

বাংলাদেশে ফের কূটনৈতিক মিশন চালুর পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ ঘোষণা দিয়েছেন। শনিবার তিনি টুইট করে জানান, আর্জেন্টিনা বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার পরিকল্পনা করেছে, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। ওই টুইট বার্তায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তাঁর একটি ছবিও জুড়ে দেন। সেখানে তিনি বলেন, ‘গত আগস্টে আমি ড. আবদুুল মোমেনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিবিষয়ক একটি সম্মেলনে বৈঠক করেছি।’ এদিকে দক্ষিণ আটলান্টিকের বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি এ পরিকল্পনা বাস্তবায়নে জোর হাওয়া দিতে পারে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, চলমান বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর উল্লাসরত বাংলাদেশি সমর্থকদের একটি ভিডিও ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বহির্বিশ্বের নজর কাড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি ফলাও করে প্রচার করা হয়। পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]