চীন সীমান্তে ভারতীয় যুদ্ধবিমানের টহল, উত্তেজনা


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 13-12-2022

চীন সীমান্তে ভারতীয় যুদ্ধবিমানের টহল, উত্তেজনা

ভারতের অরুণাচল রাজ্যের চীন-ভারত সীমান্তে আবারও সংঘর্ষে জড়িয়েছে দেশ দুটির সেনারা। গত সোমবার (১২ ডিসেম্বর) রাজ্যের তাওয়াং সেক্টরে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলওএসি) সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এর জেরে ঘটনাস্থলের আশপাশে যুদ্ধবিমানের টহল শুরু করেছে ভারত।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের বিমানবাহিনী সক্রিয়ভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েই টহল শুরু করেছে। ভারতীয় বিমানবাহিনীর দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় চীনা যুদ্ধবিমানের আনাগোনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতও টহল শুরু করেছে।

ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র জানিয়েছে, চীনকে নিজেদের অবস্থান জানান দিতে এবং হুমকি দিতেই চলতি সপ্তাহে এখন পর্যন্ত দুই থেকে তিনবার চীনা যুদ্ধবিমানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে উড্ডয়ন করেছে ভারতীয় যুদ্ধবিমান।    

আবারও সীমান্তে চীনা সেনাদের আগ্রাসন ভারতের রাজনীতিতে বিতর্ক উসকে দিয়েছে। বিরোধী দলগুলো দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সমালোচনার তোপ দেগেছে। দেশটির পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে বিতর্ক। প্রধান বিরোধী দল কংগ্রেস চলমান অধিবেশনে এ বিষয়ে সরকারের কাছে জবাব চেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির পার্লামেন্টে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভাষণ দেয়ার কথা দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।  

এর আগে, রাজনাথ সিং মঙ্গলবার সকালে ভারতের তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।  

এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) উভয় দেশের সেনাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন সেনা আহত হয়েছেন। পতাকা বৈঠকের পর দুই দেশের সৈন্যরা নিজ নিজ ভূখণ্ডে চলে যান। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চীনের লাল ফৌজ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চলে এসেছিল ভারতের দিকে। তখনই ভারতীয় সেনাবাহিনী বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।  

২০২০ সালের জুলাই মাসে গালওয়ানের পর এই প্রথম মুখোমুখি সংঘাতে জড়াল দুই দেশের সেনাবাহিনী। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হয়েছিলেন। গালওয়ানের ঘটনার পর থেকে একাধিকবার বৈঠকে বসেছেন দুদেশের সেনাকর্তারা। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। 

তাওয়াং সীমান্তে ২০০৬ সাল থেকে চীন এবং ভারতীয় সেনাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু এলাকাকে উভয় পক্ষই তাদের নিজেদের বলে দাবি করে আসছে। এসব এলাকায় উভয় পক্ষের সৈন্যরাই টহল দেয়। ২০২১ সালে অক্টোবর মাসেও ওই এলাকাতে ঢুকে পড়েছিল বহুসংখ্যক চীনা সেনা। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]