প্রায় ২০ বছর আগে গুলশান থানায় করা ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা দেশের প্রথম মামলার রায়ে দুই ভাইসহ ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পরিবেশ আপিল আদালত (বিশেষ দায়রা আদালত) এর বিচারক এস এম এরশাদুল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিয়তপুরের নড়িয়া থানার ছোটপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম ওরফে জুয়েল, তার ভাই সফিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম, একই গ্রামের মরহুম অনু মাষ্টারের ছেলে সামছুল ইসলাম, নারায়ণগঞ্জের সোনারগাঁও তানার মোগড়াপাড়া গ্রামের বাদল সাহার ছেলে সোমনাথ সাহা ওরফে বাপ্পী এবং ডেমরা থানার মাতুয়াইল দ. পাড়া মৃধা বাড়ির মোজাম্মেল হকের ছেলে এমরান হক।
এদের মধ্যে সফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদক আইনের আরেক ধারায় তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর চার আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
রাজশাহীর সময় /এএইচ