রাজশাহীতে সিলিকন টাওয়ার ডিজিটাল মিউজিয়াম ও সিনেপ্লেক্সের উদ্বোধন


মঈন উদ্দীন, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 12-12-2022

রাজশাহীতে সিলিকন টাওয়ার ডিজিটাল মিউজিয়াম ও সিনেপ্লেক্সের উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে থাকা জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম ও সিনেপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাইটেক পার্কের তিনতলায় থাকা সিনেপ্লেক্সে ভার্চ্যুয়ালি যোগ দেন তিনি। উদ্বোধনের সময় রাজশাহী প্রান্তে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

‘ডিজিটাল বাংলাদেশ’ দিবসে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের চারটি স্থাপনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের তিনটি স্থাপনা এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রয়েছে। 

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখানে প্রায় ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা রাজশাহী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া বরিশালে ৬৬ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে। দেশে আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব-সম্পদ সৃষ্টির বিকল্প নেই। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য পুরণ আরো সহজ হবে বলেও মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

প্রকল্প পরিচালক এ, কে, এ, এম, ফজলুল হক জানান, দশতলা সিলিকন টাওয়ারে হাই-টেক পার্কের প্রশাসনিক ফ্লোরসহ রয়েছে একটি স্টার্ট-আপ ফ্লোর, ছয়টি উদ্যোক্তা ফ্লোর এবং চারতলা অডিটোরিয়াম ভবন। জয় সিলিকন টাওয়ারের দ্বিতীয় তলায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পাশাপাশি এ মিউজিয়ামে থাকছে বঙ্গবন্ধুর জন্মলগ্ন থেকে শুরু করে তার সংগ্রামী জীবনের অনেকগুলো তথ্য ও উপাত্ত।  

এছাড়া চারতলা অডিটোরিয়াম ভবনের তৃতীয় তলায় রয়েছে অত্যাধুনিক সিনেপ্লেক্স। ১৭২ আসন বিশিষ্ট এ সিনেপ্লেক্সে শিক্ষা, জ্ঞান ও আদর্শভিত্তিক চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। আইসিটি বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।  


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]