জকিগঞ্জে ভুয়া ডিবি গ্রেফতার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-02-2022

জকিগঞ্জে ভুয়া ডিবি গ্রেফতার

সিলেটে ডিবি পরিচয় দানকারী মো. শামীম মোল্লা (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব -৯।

গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট শহরতলির মেজরটিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে মো. শামীম মোল্লা। তিনি টিলাগড় চামেলীবাগ এলাকার মো. হুরমত মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শামীমকে ইসলামপুর মেজরটিলার ‘এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেফতার করে র‍্যাবের একটি টিম।

এ সময় তার কাছ থেকে ওয়াকিটকি সেট ১টি, ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র ১টি, বাংলাদেশ ব্যাংকের কার্ড ১টি, ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ড ১টি, প্রাইম ব্যাংকের এটিএম কার্ড ১টি, সোনার কয়েন ১টি, সোনার নাকফুল ১টি, চাবি ১৬টি, ছুরি ৩টি ও রুপার লকেট ১টি জব্দ করে র‍্যাব।

শামীম ওয়াকিটকি সেট হাতে নিয়ে ও আইডি কার্ড প্রদর্শন করে নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থসহ বিভিন্ন জিনিস আত্মসাৎ করতো। দীর্ঘদিন ধরেই তিনি সিলেটের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

গ্রেফতারের পর শামীমকে বৃহস্পতিবার শাহপরাণ থানায় হস্তান্তর করে র‍্যাব।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]