যেসব কারণে দোয়া কবুল হয় না


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-12-2022

যেসব কারণে দোয়া কবুল হয় না

আল্লাহর কাছে প্রার্থনাকারীর কিছু কিছু অন্যায় ও ত্রুটি এমন রয়েছে, যার ফলে তার দোয়া কবুল করা হয় না। এসব বিষয়গুলো থেকে বিরত থাকা জরুরি। দোয়া কবুল না হওয়ার কারণগুলো কী?

১. পানীয়, খাদ্যবস্তু অথবা পরিধেয় পোশাক-পরিচ্ছদ হারাম হলে। দোয়াকারী যদি তার খাদ্য ও পানীয় সামগ্রী এবং পোশাক-পরিচ্ছদ হারাম উপার্জন দিয়ে ক্রয় করে থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে লোক সকল! নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বিষয়ই গ্রহণ করেন। আল্লাহ তাআলা রাসুলদের যে নির্দেশ প্রদান করেছেন, মুমিনদেরও সে নির্দেশই প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন-

يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ

‘হে রাসুলগণ! তোমরা পবিত্র ও ভাল বস্তু থেকে খাও এবং সৎকর্ম কর। নিশ্চয়ই তোমরা যা কর সে সর্ম্পকে আমি সম্যক জ্ঞাত।’ (সুরা মুমিন : আয়াত ৫১)

আল্লাহ তাআলা আরও বলেন-

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ

‘হে মুমিনগণ! আহার কর আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে।’ (সুরা বাকারা : আয়াত ১৭২)

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে উস্কোখুস্কো ও ধূলিমলিন অবস্থায় আকাশের দিকে দু’হাত প্রসারিত করে দোয়া করে- ‘হে আমার রব! হে আমার রব! অথচ তার পানাহার হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম মাল দিয়েই সে খাবার গ্রহণ করেছে, কীভাবে তার দোয়া কবুল করা হবে!’ (মুসলিম ১৫১০)

২. দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা।

৩. আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোযা করা। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ قَالَ يَقُولُ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ

‘বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে, যতক্ষণ না সে কোনো গুনাহ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করে অথবা যতক্ষণ না সে তাড়াহুড়া করে। বলা হলো, তাড়াহুড়া কী ইয়া রাসুলাল্লাহ! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একথা বলা যে, আমি দোয়া করেছি, কিন্তু কবুল হতে দেখছি না। এরপর আক্ষেপ করতে থাকে এবং দোয়া করা ছেড়ে দেয়।’ (বুখারি ৪০৬৩; মুসলিম ৩৫২৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া কবুরের জন্য হারাম উপার্জন, তাড়াহুড়ো করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]