সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী, প্রশাসনসহ সব ক্ষেত্রে নারীদের কাজের সুযোগ করে দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশ অর্থনৈতিকভাবে মন্দা ঘোষণা করলেও বাংলাদেশে মন্দা হবে না। সংকটের এই সময়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ জন। এর মধ্যে নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য-সংস্কৃতিতে নড়াইলের ড. আফরোজা পারভীন, পল্লী উন্নয়নে ঝিনাইদহের নাছিমা বেগম এবং নারী শিক্ষায় বেগম রোকেয়া পদক পেয়েছেন ফরিদপুরের রহিমা খাতুন।