এআইআইবি দিচ্ছে ২৫ কোটি ডলার, চুক্তি সই


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 08-12-2022

এআইআইবি দিচ্ছে ২৫ কোটি ডলার, চুক্তি সই

দেশের চলমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের মধ্যে বাংলাদেশকে প্রথম বাজেট–সহায়তা দিল এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। আজ বুধবার বাংলাদেশ সরকার ও এআইআইবির মধ্যে এ–সংক্রান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে বাংলাদেশ ২৫ কোটি মার্কিন ডলার বাজেট–সহায়তা পাবে। বর্তমান বাজারদরে যার পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১০০ টাকা ধরে)।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এআইআইবির পক্ষে সংস্থাটির ইনভেস্টমেন্ট অপারেশনস (অঞ্চল-১) বিভাগের ভাইস প্রেসিডেন্ট উর্জিত আর প্যাটেল ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন দাতা সংস্থার কাছে বাজেট–সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে এআইআইবির কাছেই প্রথম বাজেট–সহায়তার অর্থ ছাড় পেতে যাচ্ছে বাংলাদেশ।

ইআরডি জানিয়েছে, এআইআইবির বাজেট–সহায়তার ২৫ কোটি ডলার সাড়ে ২৬ বছরে পরিশোধ করতে হবে। এর মধ্যে তিন বছর গ্রেস পিরিয়ড হিসেবে পাওয়া যাবে। এআইআইবির বাজেট–সহায়তা সামাজিক সুরক্ষা খাতে খরচ হবে। এই খাতে এডিবি আরও ২৫ কোটি ডলার দিচ্ছে। আগামী মার্চ মাস নাগাদ এডিবি এই বাজেট–সহায়তার অনুমোদন দেবে।

ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ কোটি ডলার পাওয়া গেলে প্রথমবারের মতো এআইআইবির কাছ থেকে ঋণের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ২০১৬ সালে এআইআইবির সদস্য হওয়ার পর এই পর্যন্ত বাংলাদেশ ৮০ কোটি ডলার পেয়েছে সংস্থাটির কাছ থেকে। এ ছাড়া গত পাঁচ বছরে বাংলাদেশে ২৭৯ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে এআইআইবির।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]