আক্রমণ করবে না আ. লীগ, উস্কানি দিলে সমুচিত জবাব: কাদের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-12-2022

আক্রমণ করবে না আ. লীগ, উস্কানি দিলে সমুচিত জবাব: কাদের

দেশে সংঘাতের উস্কানি দিচ্ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আক্রমণ করবে না তবে আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেয়া হবে।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা নাশকতার উস্কানি দিচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সমাবেশের নামে সংঘাতে জড়িয়েছে বিএনপি। আর জঙ্গিদের মাঠে নামিয়ে পুলিশের ওপর হামলা করেছে তারা।

তিনি বলেন, মিডিয়ার একটা অংশ তাদের পক্ষ নিচ্ছে, গতকাল নয়াপল্টনে লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বিএনপি।

কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেয়া হবে না। আওয়ামী লীগও করবে না। 

দেশের সব পাড়া মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আজ থেকে সতর্ক পাহারায় থাকবে দলের নেতাকর্মীরা বলে জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]