রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়ায় ফোনে ডেকে নিয়ে এক কাঁচামাল ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাঁচামাল ব্যবসায়ী হাসু মৃধা একই এলাকার বাসিন্দা।
নিহত হাসু মৃধার ভাই কামাল মৃধা বলেন, প্রায় তিন বছর আগে মেয়ের বিয়ের জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করে ডাঙ্গাহাতির মোহন গ্রামের বিষ্ণু সরকারের ছেলে নয়ন সরকার ৩০ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাওয়ায় গত শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে মোবাইলে ফোনে কল করে টাকা দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান নয়ন। ওই বাড়িতে গেলে নয়ন সরকার, বিষ্ণু সরকারের স্ত্রী কবিতা সরকারসহ তাদের লোকজন পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হাসু মৃধাকে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসে। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা করানো হয়।
তিনি আরও বলেন, গত ৪ ডিসেম্বর সকালে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ফের বাড়িতে আনা হয়। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তিনি মারা যান। এ ঘটনার পর হামলাকারীরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় মামলা হবে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।