সাংবাদিক শিরিনের হত্যা তদন্তে আইসিসিকে আল জাজিরার অনুরোধ


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 06-12-2022

সাংবাদিক শিরিনের হত্যা তদন্তে আইসিসিকে আল জাজিরার অনুরোধ

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিষয়টি তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

মঙ্গলবার কাতারভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠানটি তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের জন্য অনুরোধ করেছে।

আল জাজিরা কর্তৃপক্ষ অনুরোধটির সঙ্গে শিরিনের ওপর হামলা বিষয়ে ছয় মাস ধরে তদন্ত প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর প্রমাণ ও ভিডিও ফুটেজ যুক্ত করেছে। শিরিন আকলেহর পরিবার গত সেপ্টেম্বরেই আইসিসিতে এ হত্যার বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছিল।

৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ ছিলেন আলজাজিরা টিভির প্রতিষ্ঠিত সুপরিচিত সাংবাদিক। গত ১১ মে ফিলিস্তিনের জেনিনের এক শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেনাদের গুলিতে প্রাণ হারান তিনি। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও আলজাজিরা একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। ঘটনার সময় শিরিন স্পষ্ট করে ‘প্রেস’ লেখা ভেস্ট পরে ছিলেন।

আলজাজিরার আইনজীবী রডনি ডিক্সন বলেন, ‘এটি কোন একক হত্যাকাণ্ড নয়। বরং একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আল জাজিরা এবং ফিলিস্তিনের সাংবাদিকদের  ওপর বৃহত্তর হামলার প্রেক্ষাপটে এ আবেদন পেশ করা হয়েছে। ’


সূত্র: আলজাজিরা


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]