আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সময় বলে দেবে: ওবায়দুল কাদের


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 03-12-2022

আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সময় বলে দেবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিজয়ের মাসে সতর্কতার জন্য রাজপথ, জনপদ, শহর, জেলা, থানা ও ওয়ার্ডসহ অলিগলিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লার জনসভায় ৭১টি মোবাইল চুরি হয়েছে, আর এই মোবাইল চুরি করেছে বিএনপি। বিএনপি এভাবেই ভোট চুরি করে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডেভোকেট জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, সাংঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ। সম্মেলন সফল করতে সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসে। নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় ভরে যায়। বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হতে পারে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]