একাত্তরের পরাজয় নিয়ে বাজওয়ার কথা উড়িয়ে দিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 03-12-2022

একাত্তরের পরাজয় নিয়ে বাজওয়ার কথা উড়িয়ে দিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পরাজয়ের কারণ নিয়ে পাকিস্তানের সদ্যঃসাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার দাবি উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

এক সপ্তাহ আগে সেনা সদরের অনুষ্ঠানে জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, 'পূর্ব পাকিস্তানে' পরাজয় ছিল একটি ‘রাজনৈতিক ব্যর্থতা’।

কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, “এই পরাজয় ছিল একটি ‘সামরিক ব্যর্থতা’। সেখানে যুদ্ধ করা সেনার সংখ্যা ৯২ হাজার নয়, ছিল ৩৪ হাজার। বাকিরা ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।”

প্রসঙ্গত, ঢাকায় আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনার সংখ্যা ৯০ হাজারের ঘরে বলেই ব্যাপকভাবে স্বীকৃত।

গত বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, জনগণ ভেঙে পড়েছিল এবং তারা আশাও হারিয়ে ফেলেছিল। জুলফিকার আলী ভুট্টো জাতিকে পুনর্গঠিত করেন। জনমনে আস্থা ফিরিয়ে আনেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]