আর্জেন্টিনার ম্যাচে রেফারির দায়িত্বে পুলিশ ইন্সপেক্টর


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-11-2022

আর্জেন্টিনার ম্যাচে রেফারির দায়িত্বে পুলিশ ইন্সপেক্টর

নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে আজ রাতে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জিতলে নক-আউট, হারলেই বাদ এমন সমীকরণ সামনে নিয়ে পোলিশদের বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তারা। হাই-ভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন নেদারল্যান্ডের এক পুলিশ ইন্সপেক্টর।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১ টায় স্টেডিয়াম ৯৭৪'এ মাঠে নামবে পোল্যান্ড-আর্জেন্টিনা।  বিশ্বকাপ জয়ের জন্য হট ফেভারিট হয়েই কাতারের মাটিতে পা রেখেছিলো আর্জেন্টিনা। তবে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অঘটনের শিকার হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নেই ধাক্কা লাগে আলবিসেলেস্তাদের। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও এখনও নিশ্চিত নয় আর্জেন্টাইনদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া।

আজ বাঁচা-মরার ম্যাচে সি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির দল। আর্জেন্টিনার অগ্নিপরীক্ষার দিন মাঠে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ। 

এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেছিলেন মেকেলিয়ে। বর্তমানে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত রয়েছে মেকেলিয়ে। 

রেফারি হিসেবে ২০১১ সালে উয়েফার প্রতিযোগিতায় অভিষেক হয় মেকেলিয়ের। ফিফার টুর্নামেন্টে মেকেলিয়ে প্রথম রেফারির দায়িত্ব পালন করেন ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে  ইংল্যান্ড-ইতালির ফাইনাল ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছেন মেকেলিয়ে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]