বাবা-ছেলে এক সঙ্গে এসএসসি পাস


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-11-2022

বাবা-ছেলে এক সঙ্গে এসএসসি পাস

ময়মনসিংহের গৌরীপুরের সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দীন নয়ন এ বছর এসএসসি পাস করেছেন। তার ছেলে রাকিবুল হাসান রায়হানও এসএসসি পাস করেছে এবার। বাবা পেয়েছেন জিপিএ ৫ ও ছেলে পেয়েছেন জিপিএ ৪.৮৬।

নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে বাবা এখলাস উদ্দিন নয়ন (৪৫) এবং ছেলে রাকিবুল হাসান রায়হান (১৫) গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং সদর ইউনিয়নে। বাবা এখলাস উদ্দিন নয়ন গৌরীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহের কারণে তিনি এই বয়সে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

এখলাস উদ্দিন নয়ন জানান, ১৯৯৬ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেননি। ছেলে-মেয়েরা লেখাপড়া করছেন, স্ত্রীও এসএসসি পাস। তাই তিনি লেখাপড়া করার সিদ্ধান্ত নেন।

নয়ন বলেন, ‘এ বছর এসএসসি পাস করেছি। এই বছরই কলেজে ভর্তি হবো।’

ছেলে রাকিবুল হাসান রাইহান বলেন, ‘লেখাপড়ার বয়স নেই। বাবার সঙ্গে এসএসসি পাস করে আমি গর্ববোধ করছি। আপনারা দোয়া করবেন, আমি যেন একজন প্রকৌশলী হতে পারি।’

এ বিষয়ে মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করায় আমরা গর্বিত।’

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, ‘এ ধরনের উদাহারণ সমাজের জন্য ইতিবাচক। তার এই সফলতা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আমারা তার সাফল্যকে অভিনন্দন জানাই।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]