সোনা দিয়ে তেল আনতে চায় ঘানা


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-11-2022

সোনা দিয়ে তেল আনতে চায় ঘানা

ডলারের মজুত বাঁচাতে মার্কিন ডলারের পরিবর্তে সোনা দিয়ে তেল আমদানির পরিকল্পনা করছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডলারের মজুত কমতে থাকা এবং দেশটির জাতীয় মুদ্রা সেডির টানা অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘানায় ডলারের সংকট চলছে। সরকারি হিসাবে ২০২১ সালে দেশটিতে ৯৭০ কোটি বৈদেশিক মুদ্রা মজুত ছিল, তবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এটি ৬৬০ কোটিতে নেমে এসেছে। 

এ অবস্থায় ২০২৩ সালের শুরুর দিক থেকে স্বর্ণ দিয়ে তেল আমদানি করার চিন্তা করছে ঘানার সরকার।

ভাইস প্রেসিডেন্ট বাউমিয়া বলেন, এ নতুন নীতি আমাদের বিনিময় ব্যবস্থার ভারসাম্যে মৌলিক পরিবর্তন আনবে এবং মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তিনি বলেন, স্বর্ণ দিয়ে তেল আমদানি করলে জ্বালানির ওপর সরাসরি প্রভাব ফেলবে না। কারণ এতে দেশীয় বিক্রেতাদের তেল বা তেল জাতীয় পণ্য আমদানিতে তখন আর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। স্বর্ণ দিয়ে তেল আমদানি বিনিময় ব্যবস্থায় বড় কাঠামোগত পরিবর্তন আনবে।

ঘানায় তেলের খনি রয়েছে। দেশটি অপরিশোধিত তেল উৎপাদন করে। তবে ব্যবহার করার জন্য পরিশোধন করতে পারে না। ২০১৭ সালে এক বিস্ফোরণের পর দেশটির একমাত্র তেল পরিশোধনাগার বন্ধ হয়ে যায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]