সিরিয়ায় তুর্কী রকেট হামলায় নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 23-11-2022

সিরিয়ায় তুর্কী রকেট হামলায় নিহত ৫

সিরিয়ার তুর্কী বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত শহর আজাজে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে ৫জন নিহত এবং ৫জন আহত হয়েছেন। আজাজের হাসপাতালের নার্স এবং কর্মীরা জানান, নিহতদের মধ্যে ১জন শিশু এবং চারজন পুরুষ। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মঙ্গলবার হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহরটিতে। এ হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক স্থাপনা। সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলায় ছয় জনের মৃত্যুর পরই উত্তেজনা বাড়ে সিরিয়া-তুর্কি সীমান্তবর্তী অঞ্চলে।

আঙ্কারার দাবি, সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্য ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। এতে নিহত হয় ওয়াইপিজি ও পিকেকে’র ১৮৪ সেনা। জবাবে কুর্দি বাহিনীও হামলা চালায়।

এর আগে সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ৩ নাগরিক নিহত হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত ১৩ নভেম্বর, ইস্তাম্বুলে বোমা হামলায় ৬ তুর্কি নাগরিক নিহত হয়। এ হামলার জন্য তুরস্ক সিরিয়ার কুর্দি বাহিনীকে দায়ী করেছে।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]