গাঁজার বাগান থেকে ৪ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 23-11-2022

গাঁজার বাগান থেকে ৪ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত এলাকায় গাঁজার বাগান থেকে রোববার (২০ নভেম্বর) চারজন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটকের কথা জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ৪৫ বছর বয়সী উ চেনকে ফ্লোরিডা থেকে আটক করা হয়েছে।

ওকলাহোমা শহর থেকে ৫৫ মাইল উত্তরে হেনেসি শহরের কাছে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে।

ওকলাহোমায় গাঁজা চাষ নিষিদ্ধ নয়। তবে বাগানটি লাইসেন্সপ্রাপ্ত কি না, বিষয়টি স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রোববার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৬টায় ঘটনাস্থলে প্রবেশ করে, যেখানে কয়েকজন কর্মী ছিলেন।

ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে সন্দেহভাজন ব্যক্তি ‘উল্লেখযোগ্য সময়ের জন্য ওই ভবনের ভেতরে ছিলেন’। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত আরও একজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]