জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত


ফায়সাল হোসেন , আপডেট করা হয়েছে : 09-02-2022

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত

রাজশাহীতে জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি)  বেলা ১১টায় নগরীর রেলগেট শহীদ এ, এইচ, এম,কামারুজ্জামান চত্বর থেকে শুরু হয়ে গণকপাড়া বাটার মোড়ে গিয়ে মাস্ক বিতরণ কর্মসূচী শেষ হয়। 

এসময় প্রায় ৩ শতাধিক সাধারণ জনগণকে জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। সেই সাথে সকলকে মাস্ক  পরতে সচেতন করা হয়।

জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মারুফ হোসেন বলেন, নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ অমিক্রণ ধরনের বিস্তার রোধে আমরা সবাই সচেতন হই। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করুন। মাস্ক পরুন,সামাজিক দূরত্ব বজায় রাখুন। এছাড়া প্রচার মাইক এর দ্বারা পুরো মহানগরীর জনগণকে মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে বলেও জানান মারুফ।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসমেলার প্রোপাইটার পরিমল কুমার ঘোষ (মিঠু) সহ জীবন তরীসমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]