প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে এমন কোনো প্রকল্প করা যাবে না। আর দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় এ সব কথা বলেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে একনেক সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নদীর নামে সবসময় সেতু করার কথা বলেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এ বৈঠকে ময়মনসিংহ ও চট্টগ্রামের কারাগারের নিরাপত্তার আধুনিকায়নের জন্য ১৭ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক সভায় মোট ৪ হাজার ৮২৬ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।