বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিটিএস’ জাংকুকের চমক


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-11-2022

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিটিএস’ জাংকুকের চমক

রবিবার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে এখন সরগরম গোটা দুনিয়া। তার আগে এদিন সন্ধ্যায় দোহার আল বাইত স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে পারফরম্যান্স করেছেন বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক। ফাহাদ আল কুবাইসির সঙ্গে জাংকুকের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। অনুষ্ঠানে এবারের অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ সাউন্ডট্র্যাক ‘ড্রিমার্স’র প্রথম লাইভ গেয়ে শোনান তিনি। 

প্রথম এশিয়ান গায়ক হিসেবে বিশ্বকাপের অফিসিয়াল গান গেয়েছেন জাংকুক। আর তার পরিবেশনায় দর্শক এতটাই মুগ্ধ হয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর রেশ ছড়িয়ে পড়েছে। দুর্দান্ত পরিবেশনার প্রতিক্রিয়া জানিয়ে বিটিএস আর্মির ভক্তরা গায়কের প্রশংসায় টুইটারে জোয়ার তৈরি করেছে।

এক ভক্ত লিখেছেন, ‘সত্যিই গর্বিত, জাংকুক একেবারে মেরে ফেলেছে।’ অন্য একজন টুইট করেছেন, ‘জাংকুক বিশ্ব আধিপত্যের জন্য প্রস্তুত। এটা খুব ভালো ছিল। তিনি বিশ্ব জয় করছেন।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘বিটিএস কি সেটা বুঝিয়ে দিল বিশ্বকে। চমৎকার জাংকুক।’

উদ্বোধনী অনুষ্ঠানে অতীতের পারফরমারদের সম্মান জানিয়ে নিজের প্রদর্শনী শুরু করেন জাংকুক, যা সকলের মন জয় করেছে। জাংকুক মঞ্চে আসার ঠিক আগে রিকি মার্টিনের ‘কাপ অব লাইফ’, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং কেআনানের ফ্ল্যাগ ওড়ানোর মতো আইকনিক বিশ্বকাপের সংগীতগুলোর একটি মেলডি পরিবেশন করা হয়েছিল। সাবেক গ্রেটদের সম্মান প্রদর্শন করেই নিজের পারফরম্যান্স শুরু করেন এই তারকা।

জাংকুক মঞ্চে আসার আগে প্রবীণ অভিনেতা মরগান ফ্রিম্যানের একটি নাট্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। কাতারি ইউটিউবার ঘানিম আল মুফতাহের সঙ্গে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মরাগান ফ্রিম্যান। ছিল আরও অনেক তারকার পরিবেশনা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]