নেত্রকোনায় ধানক্ষেতে বন্যহাতির মরদেহ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-11-2022

নেত্রকোনায় ধানক্ষেতে বন্যহাতির মরদেহ

নেত্রকোনার কলমাকান্দায় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পাঁচগাঁও সীমান্ত পিলার ১১৪৩-১ এস-এর কাছে মনসুর আলীর ধানক্ষেতে হাতিটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই ভারত থেকে হাতির দল নেমে আসছে। গত মঙ্গলবার কলমাকান্দা ইউনিয়ন রংছাতির বেদগড়া হাতিবান্ধা গ্রামে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুও হয়েছে।

রতন মিয়া নামে এক কৃষক বলেন, ‘ভারতের হাতি এসে প্রায়ই আমাদের ক্ষয়ক্ষতি করছে, ফসল খাচ্ছে। হাতির ভয়ে আমরা জমিতে যাওয়া-আসা করতে পারছি না। একসঙ্গে ২০-৩০টি হাতি ঢুকে পড়ে কখনো কখনো।’

হাতিবান্ধা গ্রামের এক নারী জানান, বৃহস্পতিবার বিকেলেও ৯টি হাতি গ্রামের ধানক্ষেতে ঢুকে পড়ে। পরে রাতে বাকিগুলো চলে গেলেও সকালে একটি হাতি মরে পড়ে থাকতে দেখা যায়। এটি হয়তো বেশি ধান খেয়ে পেট ফুলে মারা গেছে।

তবে এ বিষয়ে বন বিভাগের কাছে স্থানীয় এবং আদিবাসীরা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ‘এর আগে হাতির আক্রমণে ওই এলাকায় একজনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) শুনেছি হাতি মরে পড়ে আছে। স্থানীয়ভাবে বিজিবি রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ ও বন বিভাগকে জানানো হয়েছে।’

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমার সঙ্গে বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন রয়েছেন। দেখে বুঝতে পারব কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]