জি২০ বৈঠকে ট্রুডোকে ‘ধমক’ জিনপিংয়ের!


এম সিয়াম: , আপডেট করা হয়েছে : 17-11-2022

জি২০ বৈঠকে ট্রুডোকে ‘ধমক’ জিনপিংয়ের!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার জি ২০ (G20) বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলতে দেখা গেল চিনা প্রেসিডেন্ট শি জিনপিং -কে। আর সেখানেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এই দুই রাষ্ট্রপ্রধানের। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জিনপিং রীতিমতো ধমক দিয়েছেন বলে দাবি সংবাদমাধ্যমের।

সূত্রের খবর, এর আগে বালিতে ট্রুডোর সঙ্গে তাঁর কথোপকথন, আলোচনার বিষয়বস্তু খবরে ফাঁস হয়ে যাওয়ায় বেশ ক্ষুব্ধ চিনা প্রেসিডেন্ট। রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন জিনপিং। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় নজর এড়ায়নি কারওই। জানা গেছে, ট্রুডোকে নাকি জিনপিং বলেছেন, “আমাদের দু’জনের মধ্যে হওয়া সমস্ত তথ্য, সিদ্ধান্ত মিডিয়ার কাছে ফাঁস করে দেওয়া হয়েছে। এটা একেবারেই ঠিক হয়নি। এমন ঘটনা কাম্য নয়।’

যদিও বিষয়টিকে ‘ফাঁস’ বলে মানতে নারাজ জাস্টিন ট্রুডো। জিনপিংকে তিনি পাল্টা বলেন, ‘কানাডায় আমরা সবাই অবাধ এবং খোলামেলা আলোচনাতেই বিশ্বাস করি। দেশের জনগণের প্রতিটি বিষয়ই জানার অধিকার রয়েছে। কিছু বিষয় নিয়ে দু’পক্ষের মতপার্থক্য থাকতেই পারে, তবে আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাব।’

বালিতে জি২০ বৈঠকের ফাঁকে দুই নেতার মধ্যে এমন উত্তপ্ত আলোচনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, দু’পক্ষের এই মিনিট দশেকের আলোচনায় জাস্টিন ট্রুডো চিনের কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানা গেছে। কারণ, কানাডায় ২০১৯ সালের নির্বাচনে চিনের বিরুদ্ধে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল। এই বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোকে সতর্কও করেছিল সেদেশের গোয়েন্দা সংস্থাগুলি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]